ভারতে অভিযুক্ত চার ধর্ষক পুলিশের গুলিতে নিহত
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৯ ০২:০০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:১৭

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় এক তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার চার ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ওই চার আসামি পুলিশের হেফাজতেই ছিল। তথ্য উদ্ধারের জন্য তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে চেয়েছিল আসামিরা। পরে পুলিশ গুলি ছুঁড়লে মৃত্যু হয় তাদের।
জানা গেছে, পুলিশের গুলিতে নিহত অভিযুক্তরা হলেন- মোহাম্মদ আরিফ, নবীন, শিব এবং চেন্নাকসভুলু।
পুলিশ দাবি করেছে, যে জায়গাটিতে পশু-চিকিত্সককে পুড়িয়ে হত্যা করা হয় সেখান থেকে কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটে।
এর আগে, গত বুধবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তেলেঙ্গানার ওই তরুণী চিকিৎসককে চার ট্রাকচালক ও ক্লিনার কৌশলে নিজেদের ফাঁদে ফেলে গণধর্ষণ করে। পরদিন সকালে ওই তরুণীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনা নিয়ে তদন্ত করতে অপরাধস্থলে যাওয়ার পর চার ব্যক্তি গুলির নিহতের খবর নিশ্চিত করে সায়বারাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজানার বলেছেন, এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিবিসি জানায়, গত বুধবার সন্ধ্যায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ওই তরুণী চিকিৎসক। এক পর্যায়ে তার বাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হলে এক লরি চালক তাকে সাহায্যের প্রস্তাব দেন।
‘বন্দুকযুদ্ধে’ চার জনের মৃত্যুর খবরে অবশ্য ‘উল্লাস’ ছড়িয়েছে হায়দারাবাদসহ গোটা ভারতে। ফেসবুক, টুইটারের মতো মাধ্যমগুলোতে অনেকেই এ ঘটনাকে ‘ন্যায় বিচার’ বলে আখ্যা দিয়েছেন।
ধর্ষণের পর হত্যার শিকার ওই তরুণীর পরিবারও এতে সন্তোষ জানিয়েছেন। ২০১২ সালে দিল্লিতে এক নারী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। ওই মেয়ের মা-ও এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এই শাস্তিতে আমি খুবই খুশি। পুলিশ খুব চমৎকার কাজ করেছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: