মার্কিন নৌঘাঁটিতে সৌদি নাগরিকের হামলা, বাদশাহর নিন্দা
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ০৪:২৮
আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০৪:২৯

প্রভাত ফেরী ডেস্ক: ফ্লোরিডার মার্কিন নৌঘাঁটিতে হামলা চালানো বন্দুকধারী সৌদি আরবের নাগরিক এবং তিনি ওই ঘাঁটিতেই প্রশিক্ষণ নিতে এসেছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
হামলাকারী মোহাম্মদ সাইদ আল শামরানি সৌদি বিমান বাহিনীর সদস্য। শুক্রবার পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।
হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর এক নাবিকের গুলিতে দুই বেসামরিক নিহত ও একজন আহত হওয়ার দুইদিন পর পেনসাকোলা নৌঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি শুক্রবারের এ হামলায় বন্দুকধারীসহ মোট চারজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এরপর ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, সৌদি বাদশাহ সালমান হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার ও স্বজনদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সৌদি বাদশাহ সালমান বলেছেন, হত্যাকারী কোনোভাবেই সৌদি আরবের জনগণের প্রতিনিধিত্ব করে না; মার্কিন জনগণের প্রতি সৌদি আরবের জনগণের যে ভালোবাসা রয়েছে তার সঙ্গেও এই ব্যক্তির সম্পর্ক নেই।
হত্যাকাণ্ডের পর নৌ-ঘাঁটিটি বন্ধ রয়েছে বলে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার মেগান ইজাক জানিয়েছেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফ্লোরিডার শেরিফ ডেভিড মর্গ্যান সাংবাদিকদের জানিয়েছেন, একটি ক্লাসরুমে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং সেখানেই সৌদি আরবের ওই প্রশিক্ষণার্থী পাইলট গুলিতে নিহত হন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: