বন্ধের পাঁচ মাস পর কাশ্মিরে চালু হলো মোবাইল এসএমএস ও ভয়েস কল


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২০ ২৩:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৩২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। বন্ধের পাঁচ মাস পর সেখানকার প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু হয়েছে। জম্মু ও কাশ্মিরের প্রশাসনিক কর্মকর্তা রোহিত কনসাল বিষয়টি নিশ্চিত করেছেন। এনডিটিভি।

সংবাদ সম্মেলনে প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু করার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে রোহিত কনসাল বলেন, কাশ্মিরের বান্দিপোরা এবং ক‚পওয়ারা জেলাগুলোতে এবং জম্মুর আরও দশটি জেলাতে পোস্টপেইড সিম কার্ডের ওপর অল্প কিছু নিষেধাজ্ঞা জারি থাকলেও টু জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

৫ আগস্ট টেলিফোন, মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়ার পর সেপ্টেম্বরে টেলিফোন সংযোগ চালু করা হয়। এরপর ১৪ অক্টোবর পোস্টপেইড মোবাইল সংযোগ ফিরিয়ে দেওয়া হয়। ১ জানুয়ারি থেকে সরকারি হাসপাতালগুলোতে সমস্ত মোবাইল ফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। তবে কাশ্মিরে মোবাইল ব্যবহারকারীদের অধিকাংশই প্রিপেইড ব্যবহারকারী। এবার প্রিপেইড মোবাইল এসএমএস ও ভয়েস কল পরিষেবা চালু করার সিদ্ধান্তে স্বস্তিতে কাশ্মিরবাসী।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের সর্বোচ্চ আদালত জম্মু ও কাশ্মিরে জারি থাকা সব বিধিনিষেধের ব্যাপারে করা এক পিটিশনের জবাবে এগুলো পর্যালোচনার করার আদেশ দায়ের দিয়েছিল। আদেশ বাস্তবায়ন করতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল আদালত। এরপরই সংযোগ চালু করার এসব সিদ্ধান্ত নিল দেশটির সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top