চীন ফেরত যুক্তরাষ্ট্র নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩
আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৪

প্রভাত ফেরী ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনা মার্কিন নাগরিকদের প্রথম ১৪ দিন আলাদা স্থানে রাখা হবে।
গত বছরের ডিসেম্বর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। তবে চীন ছাড়াও অন্তত ২২টি দেশের একশ’ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে চীনে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। তাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।
শুক্রবার এক সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার জানান, হুবেই প্রদেশ থেকে ফিরে আসা মার্কিন নাগরিকদের ১৪ দিন আলাদা স্থানে রাখা হবে। আর চীনের অন্য এলাকা থেকে ফিরে আসারা একই সময় ধরে নিজেদের অবস্থা পর্যবেক্ষণে রাখবে। আর গত ১৪ দিনের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার নতুন করে ক্যালিফোর্নিয়ায় একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে মোট সাতজন এই ভাইরাসে আক্রান্ত হলো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাইরাসজনিত কারণে ১৯১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: