দিল্লির বিধানসভা নির্বাচন আজ
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৪২

প্রভাত ফেরী ডেস্ক: আজ ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। এবারের নির্বাচনে মূল লড়াই হবে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে। অন্যদিকে দিল্লিতে দাগ কাটতে মরিয়া জাতীয় কংগ্রেসও।
এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে শাহিনবাগ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। শাহিনবাগের আন্দোলন দিল্লির ভোটের ফলাফলে একটা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে দিল্লির কেজরিওয়াল সরকার যে কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে তা ইতোমধ্যে একাধিক জনমত সমীক্ষায় ফুটে উঠেছে।
দিল্লি বিধানসভা নির্বাচনে সেই অর্থে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন তেমন না থাকলেও মানুষের মুখে মুখে শেষ মুহূর্তে একটাই কথা ঘুরছে- শাহিনবাগের প্রভাব এবারের দিল্লি নির্বাচনে বড় বিষয় হয়ে দাঁড়াতে চলেছে। তবে শেষ দফার প্রচারে মোদি ও অমিত শাহ জুটি দিল্লিতে রীতিমতো মাটি কামড়ে প্রচার চালিয়েছেন। ফলে আম আদমি পার্টির সঙ্গে বিজেপির লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই নির্বাচনের আগে দিল্লিবাসী মনে করছে।
একদিকে শাহিনবাগ ও অন্যদিকে নাগরিকত্ব আইন এবারের নির্বাচনে দিল্লিবাসীর কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি গত পাঁচ বছরের দিল্লির বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নও এবারে নির্বাচনে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। আজকের নির্বাচন ঘিরে দিল্লিতে ইতোমধ্যেই আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান দিল্লি বিধানসভার মেয়াদ। তার আগে আজকের নির্বাচনে ফের স্পষ্ট হয়ে যাবে দিল্লি কার দখলে থাকছে। ভোটের ফল ঘোষিত হবে ১১ ফেব্রুয়ারি।
আপনার মূল্যবান মতামত দিন: