মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই: সাংসদ মিমি চক্রবর্তী


প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৫:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:৪১

সহিংসতার আগুনে জ্বলছে ভারত। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে।

এমন পরিস্থিতিতে রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি টুইট করেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম রহিম ভাই ভাই আর নই।

আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই ...
আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই।

কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই ,
মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই।

যেটা আমরা এখন... সেটা আর যাই হোক মানুষ আর নই ...


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top