‘করোনাভাইরাসে’ ইরানে এপর্যন্ত ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরো ২৮
প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৬:২৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:১২

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনাভাইরাসে’ মৃতের সংখ্যা বাড়ছেই। ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ইরান সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনের খবর বলছে, কোভিড-১৯ করোনাভাইরাসে ইরানে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। নিহতদের একজন দেশটির মারকাজি প্রদেশের একজন বাসিন্দা ছিলেন।
প্রদেশের গভর্নর আলি আগাজাদেহ বার্তা সংস্থা ইরনাকে জানান, প্রদেশের আরাক শহরে মৃত্যু হওয়া ওই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। অবশ্য তিনি হৃদরোগেও ভুগছিলেন।
এদিকে, করোনাভাইরাসের প্রভাবে ইরানে সবরকম চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। এমনকি ধর্মীয় স্থাপনাগুলোতেও লোকসমাগম সীমিত করা হয়েছে। এছাড়া দেশটির দুটি শহরের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: