মোদির সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে মমতার লেখা কবিতা
প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৬:৩৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:৩৮

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির তীব্র সমালোচকদের একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এবার দেশটির নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে মোদি লেলিয়ে দেয়া সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে একটি কবিতা লিখেছেন তিনি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই দাঙ্গায় নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহত দুইশ ছাড়িয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।
মমতার কবিতাটি তুলে ধরা হলো-
নরক
কোথায় আছি?
কোথায় চলেছি?
স্বর্গ পেরিয়ে নরকে!
চলে গেল কত কত প্রাণ
ফিরবে না আর কোনদিন।
ঝরলো রক্ত,
পড়লো লাশ।
জ্বলছে ক্রোধের আগুন,
হোলির আগেই
রক্তের হোলি
মনুষ্যত্ব বড় করুণ।
ঠিকানার লড়াই
হারিয়ে যাচ্ছে
বন্দুকের নলের তুফানে দেশ,
শান্ত দেশ
অশান্ত হল-
গণতন্ত্র কি তবে শেষ?
কে দেবে উত্তর?
আর কি হবে সমাধান
তুমি-আমি নীরব-বধির
নরক হল পীঠস্থান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: