করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০৩:০৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৬:১৮

প্রভাত ফেরী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই মারা যান।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হিসেবে নূর হাসান হুসেইনকে শনাক্ত করা হয়। তারপর থেকে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ৮৩ বছর বয়সী নূর হাসান ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালে ফেব্রুয়ারি পর্যন্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ৪৩ হাজার ৫২২ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৮৫ হাজার কোভিড-১৯ রোগী।
আফ্রিকার দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ জন। কোনও মৃত্যুর ঘটনা নেই। তবে ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যা কম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষা কম করা হচ্ছে বলে প্রকৃত আক্রান্তের সংখ্যাও জানা যাচ্ছে না।
বিষয়: সোমালিয়া
আপনার মূল্যবান মতামত দিন: