ইরান মহাকাশ প্রযুক্তির পুরো সিরিজ আয়ত্ত করতে সক্ষম হয়েছে - মোর্তজা বারারি
প্রকাশিত:
২০ জুন ২০১৮ ১৬:১৬
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২১:০৩

মহাকাশ প্রযুক্তির পুরো সিরিজ আয়ত্ত করতে সক্ষম হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান মোর্তেজা বারারি একথা জানিয়েছেন।
বেসরকারি খাতের কর্মীদের সঙ্গে আজ (মঙ্গলবার) এক বৈঠকে তিনি বলেন, ইরান এখন নয়টি দেশের অন্যতম যাদের কাছে মহাকাশ প্রযুক্তির পুরো সিরিজ আছে। মহাকাশ প্রযুক্তির পুরো সিরিজ হচ্ছে- স্যাটেলাইটকেন্দ্রিক তৎপরতা, ল্যান্ড স্টেশন, লাঞ্চার এবং স্যাটেলাইট নেটওয়ার্কের ব্যবহার।
বারারি বলেন, মহাকাশ সেক্টর এখন বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি জানান, ইরানের মহাকাশ প্রযুক্তি খাত থেকে যে ৩৪ হাজার ৫০০ কোটি ডলারের যে আয় আসছে তার দু হাজার ৬০০ কোটি ডলার বেসরকারি খাতের অবদান।
ইরান গত কয়েক বছরে মহাকাশে বেশ কয়েকটি স্যাটেলাইট পাঠিয়েছে এবং এ সেক্টরে দ্রুত উন্নতি করছে। দেশটি আরো নতুন নতুন স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: