আলজিয়ার্সে ২ ফিলিস্তিনি বিজ্ঞানীর রহস্যঘেরা মৃত্যু
প্রকাশিত:
২৩ জুলাই ২০১৮ ১১:১৬
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২১:১০

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে ফিলিস্তিনের দুই চিকিৎসা বিজ্ঞানীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট।
রবিবার আলজিরিয়ায় ফিলিস্তিনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন-সুলায়মান আল-ফাররা (৩৪) ও মুহাম্মাদ আলবানা (৩৫)। তারা গাজা উপত্যকার খান ইউনুস শহরের বাসিন্দা।
আলজিয়ার্সে আল-ফাররার অ্যাপার্টমেন্ট থেকে রবিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে-তারা বিষাক্ত কোনও গ্যাসে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মারা গেছেন।
তবে ফিলিস্তিনিরা দাবি করছেন, দুই বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এবং এজন্য তারা ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’কে দায়ী করেছেন।
গাজাভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশ এক বিজ্ঞানীর মৃতদেহ দরজার কাছ থেকে এবং আরেকজনকে বিছানা থেকে উদ্ধার করেছে।
বিজ্ঞানী আলবানার ভাই বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই; আলজেরিয়া সরকার ও ফিলিস্তিনি দূতাবাস বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের বহুসংখ্যক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ গুপ্ত হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের পিছনে মোসাদের গুপ্তচরদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: