ঘিয়ের এত উপকারিতা!


প্রকাশিত:
৭ মে ২০১৮ ১৩:৫৮

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৫:৫৪

ঘিয়ের এত উপকারিতা!

ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্য। ভাবছেন চুল কিংবা ত্বকের উপকারিতার জন্য ঘি কিভাবে কাজে লাগে? তাহলে জেনে নিন-



ঠোঁটকে নরম এবং গোলাপি রাখে



শীতকালে সবারই অল্পবিস্তর ঠোঁট ফাটে। আর ঠোঁট ফাটলে আমরা বিভিন্ন কোম্পানির লিপ বাম ব্যবহার করি। কিন্তু জানেন কি, ঠোঁটকে আরো নরম এবং গোলাপি রাখতে ঘিয়ের জুড়ি মেলা ভার। অল্প একটু ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে হালকা হাতে ঘষুন। তারপর ম্যাজিক দেখুন।



চুলের সৌন্দর্য বাড়ায়



ঠোঁটের মতো চুলের সৌন্দর্য বাড়াতেও ঘি দারুণ উপকারী। চুলকে আরও চকচকে এবং নরম রাখে ঘি। এক চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ ঘি নিয়ে চুল এবং স্কাল্পে ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।



চোখের নিচের কালি দূর করে



চোখের নিচের কালি দূর করতে কি-না করেছেন। তাহলে এবার এক ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে ম্যাসেজ করুন। সারারাত রেখে সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।



মাথায় রক্ত চলাচল ভালো হয়



প্রত্যেকদিন স্কাল্পে ঘি ম্যাসেজ করলে মাথায় রক্ত চলাচল ভালো হয় এবং চুল বাড়তে সাহায্য করে।



ত্বকের জন্য উপযোগী



ত্বকের জন্যও দারুণ উপযোগী ঘি। দু`চামচ ঘি হালকা গরম করে ভালো করে তাতে অল্প পানি মেশান। তারপর সেই মিশ্রণ সারা গায়ে এবং মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।



সূত্র: জিনিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top