রঙ (অনুগল্প) : উজ্জ্বল সামন্ত


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ২১:১৮

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২০ ২২:৪২

 

সদ্য বিয়ে হওয়া মেয়েটার বিবাহিত জীবনের এক মাসও হয়নি বাইক অ্যাকসিডেন্টে স্বামী মারা যায়। সেই থেকেই সাদা থান শাড়ি পড়ে। এটাই সমাজ এর নিয়ম। ওর শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেন না এই নিয়ম, কারণ:  সাদা থান শাড়ি পরা বৌমাকে দেখলেই সন্তান হারানোর বেদনা কুড়ে কুড়ে খায় তাঁদের। তাই বৌমার জন্মদিনে শ্বশুর একটি হলুদ শাড়ি এনে বৌমার হাতে দিয়ে বলে:  তুমি শুধু আমার বউমা না, আজ থেকে তুমি আমার মেয়ে। এই শাড়িটা ধরো,  এবার থেকে রঙিন শাড়ি পরবে...

 

উজ্জ্বল সামন্ত
পূর্ববর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top