এপ্রিল ফুল (অনু গল্প) : উজ্জ্বল সামন্ত


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২১ ২১:২৯

আপডেট:
১৫ এপ্রিল ২০২১ ২১:৪১

 

সৌরিশ ও ঋদ্ধিমা কিন্ডারগার্টেন স্কুল থেকেই বন্ধু। ওদের বন্ধুত্ব অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাস টুয়েলভে সৌরিশ তনয়া কে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে। হঠাৎ একদিন ঋদ্ধিমা দেখে ওরা কাছাকাছি বসে খুব হেসে গল্প করছে। কাছে গিয়ে সৌরিশ কে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। সৌরিশ হতবাক, তুই আমার ভালো বন্ধু, প্রেমিকা না। তোর কোথাও ভুল হচ্ছে ঋদ্ধিমা। ভালবাসার কথা কিভাবে এল আমাদের বন্ধুত্বের মধ্যে? ঋদ্ধিমা চোখের জল কোনক্রমে লুকিয়ে বলে: এপ্রিল ফুল...সৌরিশ

 

উজ্জ্বল সামন্ত
পশ্চিম বংগ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top