ওমান প্রবেশ যে ভ্যাকসিন দরকার প্রবাসীদের


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ২১:১৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১০:৫৮

 

প্রভাত ফেরী: ওমান প্রবেশে বিদেশি নাগরিকদের অনুমতি দিয়েছে দেশটির সরকার তাই প্রবাসী বাংলাদেশিরাও ওমানে প্রবেশ করতে পারবেন। ওমানে চলাচলকারী বেসরকারি এয়ারলাইন্স সংস্থাগুলোর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ১ সেপ্টেম্বর থেকে ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছে ইতোমধ্যে।

ওমান প্রবেশে দেশটির সরকার অনুমোদিত করোনা ভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। ওমান সরকার অনমোদিত ভ্যাকসিনগুলো হলো- ফাইজার-বায়োটেক, মর্ডানা, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোভ্যাক এবং স্পুটনিক ভি।

তবে জনসন এন্ড জনসনের এক ডোজ টিকা নিয়ে প্রবাসীরা ওমান প্রবেশ করতে পারবেন।

তবে ওমান সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ওমানী নাগরিক, যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করছে, যাদের বৈধ ভিসা আছে এবং অ্যারাইভাল ভিসার যোগ্য যাত্রীরা ওমান ভ্রমণ করতে পারবে।

ওমান সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ করার ১৪ দিন পূর্বে ১৮ বছরের অধিক বয়সে যাদের দুই ডোজ করোনার টিকা নেয়া আছে তারা সার্টিফিকেট নিয়ে ট্রাভেল করতে পারবে। এছাড়া ট্রাভেল করার ৭২ ঘন্টার মধ্যে ১০ বছরের অধিক বয়সের যাত্রীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ট্রাভেল করার পূর্বে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টাইন থাকতে হবে না।

এ প্রসঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, যাদের করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়া আছে এমন সব প্রবাসীরাই ওমান যেতে পারবেন। তবে ভ্রমন ভিসায় ওমান যাওয়ার বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top