দুবাই প্রবেশে সর্বশেষ শর্তাবলী


প্রকাশিত:
১৮ মার্চ ২০২২ ০১:০৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১০:৩৯

 

প্রভাত ফেরী: সংযুক্ত আরব আমিরাত বা দুবাই প্রবেশে করোনা পরীক্ষার ক্ষেত্রে ৩ ধরণের নির্দেশনা রয়েছে। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনা এখন পর্যন্ত (১৫ মার্চ ২০২২) কার্যকর আছে।

পূর্ণ ডোজ টিকা দেয়া যাত্রীদের দুবাই প্রবেশ করতে করোনা পরীক্ষা করা লাগবে না। পূর্ণ ডোজ টিকা বলতে, বাংলাদেশে ব্যবহৃত যেকোন টিকার ২ ডোজ নিলেই হবে। পূর্ণ ডোজ টিকা দেয়ার অন্তত ১৪ দিন পর ভ্রমণ করা যাবে।

তবে, পূর্ণ ডোজ টিকা না নেয়া যাত্রীদের ফ্লাইটের আগের ৪৮ ঘন্টার মধ্যে আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে কিউআর কোডযুক্ত নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে।

গেল ১ মাসের মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়ে থাকলে, চিকিৎসকের কাছ থেকে QR কোড যুক্ত সনদ সাথে রাখলেই হবে। বাংলাদেশে চিকিৎসকদের সাধারণত এমন ব্যবস্থা নেই। তাই এমন যাত্রীদের করোনা পরীক্ষা করে টিকা নেগেটিভ সনদ সাথে রাখলেই হবে।

এছাড়া, দুবাই পৌঁছার পর, যাত্রীদের করোনা পরীক্ষা করা লাগতে পারে। সেক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসলে দেশটির স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা বা কোয়ারেন্টিনে থাকা লাগবে।

২৬ ফেব্রুয়ারি ২০২২ এই নির্দেশনা জারি করে দেশটি। আর এই তথ্য নিশ্চিত করেছে এমিরেটস এয়ারলাইন্সও।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top