শিশুদের সুস্থ বিকাশের জন্য চাই সুস্থ বিনোদন : হোসাইন মকবুল


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২০ ২৩:৪৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৩০

 

নগর সভ্যতার বিকাশ ক্রমশঃ গ্রাস করছে উন্মক্ত প্রান্তর আর প্রকৃতি। শিশুদের চিত্তবিনোদনের উন্মক্ত পরিসর হারিয়ে যাচ্ছে নগরকেন্দ্রিক সীমিত গন্ডীর মধ্যে। শিশুদের বিনোদনের অন্যতম উৎস হচ্ছে খোলা মাঠে খেলাধুলা। প্রতিবেশী বন্ধুদের সংগে খোলামাঠে, উন্মুক্ত হাওয়ায় ছোটাছুটি, হৈ চৈ করে তার যে আনন্দ পায় তার কোন বিকল্প নেই। কিন্তু নগরের আগ্রাসন কেড়ে নিচ্ছে খেলার মাঠ। এমন কি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কোন খেলার মাঠ নেই। আবার ঘরের বাইরের পরিবেশ শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মনে করে অনেক অভিভাবক শিশুদের ঘরমুখি করে তোলেন। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার চাপ, কোচিং, গৃহ শিক্ষকের কাছে পড়ার জন্য সময় দিয়ে শিশুদের বাইরে খেলাধুলা করার মত সময় থাকে না বললেই চলে। এর ফলে শহরের শিশুরা আধুনিক প্রযুক্তি নির্ভর নানাপ্রকার কম্পিউটার গেমস- এর প্রতি আকৃষ্ট হচ্ছে। এর ফলে ঘরের ভেতর আবদ্ধ পরিবেশে কম্পিউটার গেমস হয়ে উঠছে তাদের বিনোদনের উৎস। দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার গেমসে নিমগ্ন থাকার ফলে যেমন স্বাস্থ্য ঝুকি বাড়ে তেমনি ভায়োলেনস, এ্যাডভেনচার এর মত গেমস মনস্তাত্ত্বিক দিক দিয়ে শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।  অভিভাবকদের মনে রাখা উচিত কম্পিউটার গেমস কখনই সুস্থ বিনোদনের বিকল্প নয়। তাছাড়া কম্পিউটার গেমস- এর প্রতি শিশুদের আসক্তি গভীর উদ্বেগের এবং শঙ্কার এতে কোন সন্দেহ নেই। কাজেই শিশুরা যাতে কম্পিউটার গেমস-এ আসক্ত না হয়ে না পড়ে এজন্য অবশ্যই অভিভাবকদের সজাগ থাকা বাঞ্ছনীয়।

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। শিশুরাই জাতীর ভবিষ্যৎ। শিশুদের বিকাশের উপর জাতীর ক্রমবিকাশ নির্ভর করে। সুস্থ বিনোদন শিশুদের মানসিক বিকাশে নানাভাবে সহায়তা করে। পাঠ অভ্যাস একটি নির্মল বিনোদনের উৎস। ভালো বই পড়া, নিয়মিত খবরের কাগজ পড়া যেমন শিশুদের ভাষাগত দক্ষতা বাড়ায় তেমনি জ্ঞানচর্চা এবং সৃজনশীল বিকাশে অন্যতম ভূমিকা রাখে। পাশাপাশি ইনডোর গেমস, যেমন ক্যারাম, দাবা খেলাও শিশুদের জন্য কম আনন্দের নয়। একটু সময় করে অভিভাবকেরা যদি শিশুদের সংগে এসব খেলায় অংশগ্রহন করেন তাহলে তা হয়ে উঠে শিশুদের জন্য এক নির্মল আনন্দের উৎস। সার কথা এই যে অভিভাবকদের সচেতনতা এবং সঠিক নির্দেশনা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে যার কোন বিকল্প নেই বললেই চলে।

 

হোসাইন মকবুল
রাজশাহী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top