নারায়ণগঞ্জ মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: দগ্ধ অর্ধশতাধিক, নিহত ১৬


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৭

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৮

 

প্রভাত ফেরী: শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে কয়েকটি এসির বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৩৭ জন রোগী ভর্তি করা হয়েছিল। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মৃত ১২ জন হলেন রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের (৭) ও রাশেদ (৩৪)। বাকি চার জনের নাম এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে এসির বিস্ফোরণও ঘটে। মুহূর্তে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন।

তদন্ত কমিটি গঠন: নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংযোগে সমস্যা-এই ‍দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে কাজ করছেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। তারা ঘটনার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখবেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ টি এম মোশাররফ হোসেন, ডিপিডিসি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম।

শনিবার সকালেই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি নাশকতার কোনও ঘটনা কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে কমিটির আহ্বায়ক খাদিজা তাহেরা ববি জানান, আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। তথ্য সংগ্রহ করছি। এখনও এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, মজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের সংযোগ লাইন গিয়েছে। সেখান  থেকে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top