নেত্রকোনার গোমাই নদীতে ট্রলারডুবি, নিহত ১১


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৪০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:১৩

 

প্রভাত ফেরী: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

যাত্রীদের মধ্যে ৩ জন সাঁতরে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, ট্রলারটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। আজ সকালে সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে ট্রলারটি রওনা দেয়। নেত্রকোনার কমলাকান্দার রাজনগর এলাকায় আসলে ডুবে যায়। তবে কি কারণ ডুবে গেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় প্রশাসন জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোণা সদরের ঠাকুরাকুণা যাচ্ছিলো। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটির। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি।

জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী জানান, ট্রলারডুবিতে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top