তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয়
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২১ ১৭:৪০
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:২৪

প্রভাত ফেরী: শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে চলে গণনার কাজ। তৃতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার।
কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তাদের পক্ষাবলম্বনের অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় দফার পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই ধাপে মোট ৬৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিন জন প্রার্থী।
তৃতীয় ধাপে ৬০টি পৌরসভায় মেয়র পদে নির্বাচন হয়। এর মধ্যে ৪৩টিতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ১৪টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। ৩ টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।
নৌকা প্রতীকে যাঁরা জয়ী
দিনাজপুরের হাকিমপুরে এন এম এম জামিল হোসেন চলন্ত, কুড়িগ্রামের উলিপুরে মামুন সরকার মিঠু, বগুড়ার শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক ও নন্দীগ্রামে মো: আনিছুর রহমান, নওগাঁর ধামইরহাটে মো: আমিনুর রহমান, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মো: শহিদুজ্জামান, নাটোরের সিংড়ায় মো: জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গার দর্শনায় মো: মতিয়ার রহমান, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মো: ফারুক হোসেন, যশোরের মণিরামপুরে কাজী মাহমুদুল হাসান মেয়র নির্বাচিত হয়েছেন।
নড়াইল সদরে আঞ্জুমান আরা ও কালিয়ায় মো: ওয়াহিদুজ্জামান (হীরা), খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মো: মনিরুজ্জামান, বরগুনা সদরে মো: কামরুল আহসান (মহারাজ) ও পাথরঘাটায় মো: আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিনে মো: রফিকুল ইসলাম ও দৌলতখানে মো: জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে মো: হারিছুর রহমান ও মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠির নলছিটিতে আবদুল ওয়াহেদ খান, পিরোজপুরের স্বরূপকাঠীতে মো: গোলাম কবির, টাঙ্গাইল পৌরসভায় এস এম সিরাজুল হক আলমগীর, মির্জাপুরে সালমা আক্তার, ভূঞাপুরে মো: মাসুদুল হক মাসুদ, মধুপুরে মো: সিদ্দীক হোসেন, সখিপুরে মো: আবু হানিফ আজাদ, শরীয়তপুরের নড়িয়ায় আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ পৌরসভায় হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও রাজবাড়ীর পাংশায় মো: ওয়াজেদ আলী নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে মো: মনির উদ্দিন, শেরপুরের নকলায় মো: হাফিজুর রহমান ও নালিতাবাড়ীতে মো: আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকায় এ কে এম মেজবাহ উদ্দিন, নেত্রকোনার দুর্গাপুরে মো: আলাউদ্দিন আলাল, কিশোরগঞ্জের কটিয়াদীতে মো: শওকত উসমান, মৌলভীবাজারে মো: ফজলুর রহমান, কুমিল্লার চৌদ্দগ্রামে মো: মীর হোসেন মীরু ও বরুড়ায় মো: বক্তার হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জে আ স ম মাহবুব উল আলম, ফেনী সদরে নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর হাতিয়ায় কে এম ওবায়েদ উল্যাহ ও লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী যাঁরা
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নীলফামারীর জলঢাকায় মো: ইলিয়াস হোসেন বাবলু, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো: মুকিতুর রহমান (রাফি), বগুড়ার ধুনটে এ জি এম বাদশাহ, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মো: মতিউর রহমান খান, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভায় মো: সাইদুর রহমান, পাবনা পৌরসভায় মো: শরীফ উদ্দিন প্রধান, ঝিনাইদহের কোটচাঁদপুরে মো: সহিদুজ্জামান, শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার চোকদার ও জাজিরায় মো: ইদ্রিস আলী মাদবর, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো: আবদুস ছাত্তার ও গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম, সিলেটের গোলাপগঞ্জে মো: আমিনুল ইসলাম ও জকিগঞ্জে আবদুল আহাদ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মো: খালেদ সাইফুল্লাহ মেয়র নির্বাচিত হয়েছেন।
বিএনপির জয়ী যাঁরা
তিনটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। তাঁরা হলেন বগুড়ার গাবতলীতে মো: সাইফুল ইসলাম ও কাহালুতে মো: আব্দুল মান্নান এবং নওগাঁ পৌরসভায় মো: নজমুল হক।
এছাড়া কিশোরগঞ্জ পৌরসভায় স্থগিত থাকা একটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ করা হয়। ওই কেন্দ্রের ফলসহ মোট ভোটে আওয়ামী লীগের প্রার্থী মো: পারভেজ মিয়া আবার মেয়র নির্বাচিত হয়েছেন।
ভোটের আগেই তিনজন জয়ী
ভোট নেওয়ার আগেই বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের এস এম মনিরুল হক তালুকদার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল ও কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের অধ্যাপক মো: আবুল খায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্র ব্যালট পেপার পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।
তারপরও টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মতো কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের বিরুদ্ধেই নিজেরাই সিল মেরে ভোটের বাক্স ভরে দেওয়ার অভিযোগ ওঠে।
এছাড়াও লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষে সংঘর্ষ ও গোগুলির ঘটনা ঘটে। টাঙ্গাইলের ভুঞাপুরে কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের মেয়র প্রার্থীর সঙ্গে দরীয় প্রতিপক্ষ বা অন্য দলের মেয়র প্রার্থীর, কোথাও কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংর্ঘষ ঘটেছে।
মুন্সীগঞ্জে পৌরসভা নির্বাচনে জোর করে ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারা ঠেকাতে না পারায় এক সহকারী প্রিজাইডিং ও এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তারা হচ্ছেন- সহকারী প্রিজাইডিং অফিসার এমরান আলী ও পোলিং অফিসার মজিবর রহমান।
এছাড়াও টাঙ্গাইলের মধুপুর ও বরিশালের গৌরনদীসহ বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর মধ্যে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া ৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। ৬২ পৌরসভায় ৬২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মোট পাঁচদিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের আগের দুদিন, ভোটের দিন এবং ভোটের পরের দুদিন তারা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: