‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে দুই ইয়াবা কারবারী নিহত
প্রকাশিত:
৯ মার্চ ২০২১ ১৮:২৭
আপডেট:
৯ মার্চ ২০২১ ১৯:৪০

প্রভাত ফেরী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ইয়াবা কারবারী বলে দাবি করা ২ দুই যুবক কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নাফ নদীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিজিবি-২ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারী নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রদেব জানান, ভোরের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন বিজিবি সদস্যরা। তবে তার আগেই তাদের মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: