আসন্ন লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২১ ১৮:৪৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১০:০১

 

প্রভাত ফেরী: দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে যেদিন থেকে লকডাউন শুরু হবে সেদিন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মো: সোহেল কামরুজ্জামান জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বেবিচক থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হবে।
শনিবার (০৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউন চলবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে বলেও তিনি উল্লেখ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top