কোভিড টিকা উৎপাদনে ‘ট্রিপস চুক্তি’ প্রত্যাহারের আহ্বান জানালো বাংলাদেশ
প্রকাশিত:
৪ জুন ২০২১ ২৩:৩৬
আপডেট:
৪ জুন ২০২১ ২৩:৩৬
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে এবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪তম অধিবেশনটি ভার্চুয়ালি আয়োজনে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দেয়। এবারের সম্মেলনে কোভিড-১৯ সংকট মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ ও সুষম বণ্টনের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়। সম্মেলনে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্সের ওপর দুটি যৌথ বিবৃতি প্রদান করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: