সারা দেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস
প্রকাশিত:
৬ জুলাই ২০২৩ ১৯:০২
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৮:১৮

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া রাজশাহী ও ঢাকায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ।
সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন আবহাওয়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: