সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০


দেশের বেশ কয়েকটি জেলায় কয়েক দিন ধরেই বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে গতকাল মঙ্গলবার তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা বেড়েছে অনেকটাই। এ সময় ৩১ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ বৃষ্টি বাড়তে পারে এবং তা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


ফলে তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজ এই তাপপ্রবাহ কোনো কোনো জায়গায় কমতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন অন্ধ্র-ওড়িশা উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।


সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে আজ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এতে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমে আসতে পারে।

আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে।’
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের বাকি বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।


তবে আগামী দুই দিনে (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top