করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্থলবন্দরে সতর্কতা


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৮

করোনা ভাইরাস শনাক্তের জন্য বিমানবন্দর ছাড়াও দেশের স্থলবন্দরগুলোয় বাংলাদেশে প্রবেশকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সীমান্ত দিয়ে প্রবেশকারীদের জ্বর ও কাশির পাশাপাশি অন্য কোনো উপসর্গ আছে কি না, তা দেখা হচ্ছে। 

করোনা ভাইরাস শনাক্তে পঞ্চগড়ের বাংলাবান্ধা, লালমনিরহাটের বুড়িমারী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার বিবির বাজার, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা এবং সিলেটের তিনটি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে প্রশাসন।

এখানে হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম চলছে। কারও জ্বর, কাশি ও অন্যান্য উপসর্গ দেখা দিলে হাসপাতালের পৃথক কক্ষে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহের পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানোর প্রস্তুতিও রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।গত ২৭ জানুয়ারি এ কার্যক্রম শুরু হলেও সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top