বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন, ২০০ ঘর পুড়ে ছাই


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৪

আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৩

বনানীর টিঅ্যান্ডটি বস্তির ২০০ ঘর আগুনে পুড়ে ছাই

প্রভাত ফেরী ডেস্ক: ঢাকার সিটির বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে ভোর রাতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

পুড়ে যাওয়া ঘরে কিছু একটা খুঁজছে একজন বাসিন্দা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়।

পুড়ে যাওয়া টিন সংগহ করছে এক কিশোর

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. ফরহাদুল আলম শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আরও ৪টি ইউনিট যুক্ত হয়। মোট ২২টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া বস্তিতে গেলেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ছোট্ট শিশুকে কোলে নিয়ে খোলা আকাশের নিচে বস্তির এক বাসিন্দা

ভোরের আলো ফুটতেই গৃহহীন মানুষেরা পুড়ে যাওয়া ঘরগুলোতে কিছু টিকে আছে কিনা খোঁজ নিতে শুরু করে। ক্ষতিগ্রস্তদের একজন মালেক বলেন, ‘কিছুই নেই। সব কয়লা।’ আগুনে হতাহত নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি গভীর রাতে আগুন লাগতো, তবে কেউ বাঁচতো না।’

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট একযোগে কাজ করে



আপনার মূল্যবান মতামত দিন:


Top