খুনি মাজেদের ফাঁসি কার্যকর করতে আনুষ্ঠানিকতা শুরু: আইনমন্ত্রী


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০১:৫৪

আপডেট:
৮ এপ্রিল ২০২০ ০১:৫৫

খুনি আবদুল মাজেদ

প্রভাত ফেরী: বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকর করতে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আইনমন্ত্রী বলেন, ‘তিনি (ক্যাপ্টেন মাজেদ) বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ক্যাপ্টেন আবদুল মজিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁসির দণ্ডে দণ্ডায়িত করেন। এখন ক্যাপ্টেন আবুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এ রায় কার্যকর করা হবে।

জানা যায়, আসামী আবদুল মাজেদ গত ২৫ বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন। করোনাভাইরাস আতঙ্কে সেখান থেকে কিছুদিন আগে ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। দেশে ফেরার পর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মাজেদ অন্য আসামিদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top