আরেকটি কলঙ্কমুক্ত অধ্যায়: বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২০ ২২:১৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:৪৫

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

প্রভাত ফেরী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম হত্যাকারী ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়৷

এ বিষয়ে আইজি প্রিজন বলেন, ‘রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয়েছে। এরপর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ প্রথমে ভোলা নিয়ে যাওয়ার কথা থাকলেও পরে তা নারায়ণগঞ্জ নিয়ে দাফন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় জাতি ফের ভারমুক্ত হয়েছে। তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার। বাকি আরও পাঁচ খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুইজন কোথায় আছেন সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

৮ এপ্রিল মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আবদুল মাজেদ। প্রাণভিক্ষার আবেদনটি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top