সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


তবে বৃষ্টি নামুক : শারমিন লায়লা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ০১:০৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৪

 

এ যান্ত্রিক নগরটা ভীষণভাবে বৃষ্টি প্রত্যাশী,
তৃষিত অধর যেমন চায়, 
প্রগাঢ় চুম্বনে,
পরিতৃপ্তি শুষে নিয়ে,  
উষ্ণতায় বুঁদ হয়ে থাকতে;
ঠিক তেমনি -
এ বোবা, বধির, অন্ধ শহরটাও চায় -
তার বুকে তুমুল বর্ষণ হোক,
সে শুদ্ধ হোক,
সিক্ততায় হোক আচ্ছন্ন।    

বানভাসী নেতাদের গলা ফাটানো বক্তৃতা 
মেঘের গর্জনে আজ তবে ঢাকা পড়ুক। 
পাপ পঙ্কিলতায় গড়া ইমারতগুলো
কাল বৈশাখীর তান্ডবে যাক উড়ে।    
আর বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
তাদের মুখোশগুলোও না হয় খসে খসে পড়ুক । 

পথের ধূলোবালি, 
মানুষের শরীরে জমে থাকা আবর্জনা 
বৃষ্টির পানিতে ভেসে যাক।  

 

বৃষ্টি নামুক কাঁচা বাজারের অলিতে-গলিতে, 
ধুয়ে যাক জঞ্জাল। 
বৃষ্টি নামুক ফলের খাঁচিতে, 
সবজির ঝুড়িতে, 
বিষাক্ততা মুছে গিয়ে শুদ্ধ হোক সমস্ত।   

বৃষ্টি নামুক হাসপাতালগুলোর বারান্দায়, 
জানালার গ্রীলে, গ্যারেজে। 
ধুয়ে যাক ব্যবসায়িক মুনাফার হিসেব নিকেশ।
মৃত্যুর আতঙ্ক বৃষ্টির পানির সাথে গড়িয়ে
পড়ুক নর্দমায়।    
এম্বুলেন্সগুলো গতি ফিরে পাক, 
নিরন্ন, ব্যাধিগ্রস্থ মানুষকে গন্তব্যে 
পৌঁছানোর জন্য। 

বৃষ্টি আসুক জেলগেটে। 
বিনা অপরাধে দন্ডিত কয়েদিটা 
বৃষ্টির ছাঁটে, 
ছিটকে বের হয়ে আসুক, 
আপনজনদের মাঝে।     

বৃষ্টি পড়ুক, 
রুক্ষ রৌদ্রে ঝলসে ওঠা 
শীর্ণকায় দিনমজুরের শরীরে। 
পোড়া শরীর আর কপালটা,  
শীতলতায় ছোঁয়ায় 

দু'দন্ড শান্তি পাক।      

তবে আজ না হয় বৃষ্টি নামুক,
শহরের পাথুরে মানুষগুলো আজ টের পাক,
অঝোর ধারায় ওদের বুকে 
পরিশুদ্ধতার আধার ঝরে পড়ছে।   

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top