রাস্তাঘাটে ভাইরোলজিস্ট করতেছে কিলবিল : রোমেন রায়হান


প্রকাশিত:
৫ মে ২০২০ ২০:০৬

আপডেট:
৫ মে ২০২০ ২১:৩৪

রোমেন রায়হান

 

ভেন্টিলেটর, পিপিই ফেল, এক করোনা কিট
সব্বাইকে পেছন ফেলে হিট হে সুপার হিট!

কিট বানানোর নামে কী যে করল বিজন শীল!
রাস্তাঘাটে ভাইরোলজিস্ট করতেছে কিলবিল!

পিএইচডি হোক, কিংবা ধরো নবম শ্রেণী পাস
পারলে দেখে খালি চোখে করোনাভাইরাস।

বুঝতে পারে কোথায় বেশি ভাইরাসটির লোড
অনায়াসে ভাঙতে পারে সবচে জটিল কোড।

এ যদি যায় সোজা পথে, সে নেয় বাঁকা পথ!
এন্টিজেন বা এন্টিবডি- সকলে দেয় মত।

মত প্রকাশে সবাই স্বাধীন, মত প্রকাশে সুখ
টিভি গরম, সাথে গরম পত্রিকা, ফেসবুক।

ফলস পজিটিভ, ফলস নেগেটিভ সবই বোঝা শেষ
জ্ঞানে-গুণে ভরা আমার প্রিয় বাংলাদেশ!

 

লেখকঃ রোমেন রায়হান

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top