অভিশপ্ত হাত : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
২৫ জুন ২০২০ ২১:১০
আপডেট:
২৫ জুন ২০২০ ২১:১১

এ হাতে লেগে আছে
শত শত বছরের কলংক কালিমা।
শপথ ভঙ্গের পাপ যত
এ হাতেই তো রয়েছে লেখা।
কতোটা বঞ্চিত করে কেড়েছি
কতোটা লোভে করেছি নিমজ্জিত
কতোটা নিয়েছি শুধু নিজের তরে
সব লেখা এই হাতের তালুতে।
এ হাত লিখেছে আনুগত্যের বাণী
লুট করেছে ক্ষুধার্তের আহার
এ হাত কবেই চলে গেছে
শকুনের দখলে।
অথচ কথা ছিল --
টুটি চেপে ধরতে অত্যারের
ভরসা হতে নির্যাতিতের
ছুঁয়ে দিতে প্রেমে
এ হাত থাকবে অবিচল ন্যায়ে।
যত পাপ
যত অন্যায়
যত অভিশপ্ত ইতিহাস
এ হাত বহন করছে নিয়ত।
শত শত বছরের কালিমা
কী দিয়ে মুছবে এ হাত?
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: