সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মা ও একটি একা বাড়ি : জুবায়ের দুখু


প্রকাশিত:
২৯ জুলাই ২০২০ ০১:১৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৩

 

মা ও একটি একা বাড়ি

চাকরি থেকে...
কিছু দিন পর-পর বাড়ি ফিরতে ইচ্ছে করে
সঙ্গীহীন দুইটা জিনিস
মা ও একটি একা বাড়ি।

তারা দুজনেই আমার
আত্মা নিংড়ানো আত্মীয়

মা ও বাড়িটা আমাকে আঁকড়ে ধরে তাদের বুকে।

জোনাকিপোকা

রাতের গভীরে উড়ে বেড়াচ্ছে জোনাকিপোকা
ঝিকিমিকি তারার আচ্ছাদিত আবেশ
নেমে আসে পৃথিবীর পাড়াগাঁয়— জ্বলে নেভে উড়ে বেড়ায়।

বাঁশঝাড় ঝাউ-বন— দূর তেপান্তরে
জোনাকিপোকা উড়ে আলোর পাখা মেলে।
লুণ্ঠনে আগুন জ্বালিয়ে জননী, এপাশ-ওপাশ করে
তখনও নক্ষত্র জোনাকিরা ঘরে ফেরে না।

সবুজ পল্লবে অন্ধকারে— জোনাকির আলো
ছেদ করে শত বসন্তের সুন্দরতা।
জোনাকিপোকা তোমাদের বাড়ি কোথায়— জ্যোৎস্নাপুর?
একফোঁটা অন্ধকার পেলে ঢেলে দাও আলোর দুপুর।
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top