রাজকবি এবং একটি কাক : সারওয়ার জাহান শেলী


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ২৩:৫৯

আপডেট:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০

 

ভয়ংকর ব্যাপার। রাজ দরবারে হয়েছে ঘোষনা-
একজন রাজকবি চাই!
কী!
রাজকবি!
লোভনীয় পদ!
এই দুর্দিনে হায়, এই মোহনীয় সুযোগ, বলো, কে হারাতে চায়!
এই বাংলায় এই দিনকালে এমন কি আছে কেউ?

লোভ হয় মনে, কোন ভাবে যদি শিকে ছিড়ে-
হই রাজকবি একবার রাজদরবারে, তবে,
আর চিন্তা নেই কোন সাত পুরুষের!
রক্ষা নেই! রক্ষা নেই!
কবিরা আজ কোন খানে সব!
এসো একসাথে জোট হয়ে রাজদরবাওে,
দিতে হবে প্রমান নিজ প্রতিভার-

আমার শ্রেষ্ঠ কবিতা খানি এখনো হয়নি লেখা-
তাই,
নাকে ক্ষত, আমি কবি নই কোন!
কবি ছিলাম না কোন কালে!
আবার বলি পুরো করে মান,
এই দিলাম মাথার দিব্যি প্রকাশ্যে সবার।
রাজ কবির চর্ব্য, চোষ্য সব যে খাবে খাক-
আমি কবি নই, ময়ূরও নই-কাক!
[রাজশাহী]

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top