মুহূর্ত (ষষ্ঠ ভাগ) : হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ২২:৪৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:৩০

১
প্রতীক্ষায়
ফুঁ দিতেও ভুল হয়
অপেক্ষায়
ছুরি ছিন্ন করে মধ্যরাত
জন্মদিন ছিলো তাই
মোমবাতি ও কেক ।
২
প্রাপ্তবয়স্ক সন্ধ্যায়
পুব ও পশ্চিমে
মেঘতুলো ডেকেছিলো তারা
বর্ষায় শরত-শোভা
প্রাপ্তবয়স্ক তো ছিল সন্ধ্যা
মেঘ নয়
দিগন্ত বয়স্ক ছিলো
ঋতুদ্বয় নয়
আত্মহত্যার জন্য
মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করা
নিতান্ত বোকামি।
৩
হাওয়ারা বদলে গেলে
উল্টায় মুখোশ
হাতে-চোখে গুপ্ত-চিতা
রক্তের আক্রোশ
দাগ দিলে ভাগ হয়
মিত্রতা হাঁপায়
নাকে-মুখে মিশ্রস্বর
শ্বাস অন্তরায় ।
৪
সামলে রাখুন মহাযুদ্ধের ঢাল
আর তরোয়াল
এগিয়ে ধরুন মসলা-বাষ্প বিধি
আর প্রতিনিধি
ওজস করুন জীবন-সাহস কাঠি
জয় পরিপাটি।।
চলবে...
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি
বিষয়: হাবীবুল্লাহ সিরাজী
আপনার মূল্যবান মতামত দিন: