বেঁচে থাকার স্বপ্ন  : মোহাম্মদ ইলইয়াছ


প্রকাশিত:
২০ আগস্ট ২০২০ ২২:৩৪

আপডেট:
২০ আগস্ট ২০২০ ২২:৪৯

 

ডারউইনের ধারণা যদি সত্যি হয়, ঠিক জেনো লীলাবতী প্রকৃতিদেবী 
শোভিত রূপ কখনো বিনাশ হবে না। এখনো আমরা প্রতিদিন
সূর্যের আলোয় স্নান করি, চন্দ্রের মিঠেল জোছনায় গা ভাসাই
দক্ষিণের হাওয়ায় রঙিন ঘুড়ি ওড়াই, শূন্যে মহাশূন্যের কিনারে।

ধর্মের বাণী যদি সত্যি হয়, তাহলে দ্যাখো সৃষ্টিকূল প্রাণ ছড়াবে
মানুষের অভিযাত্রা ও সভ্যতার চিহ্নগুলো অবিকল থাকবে জেনো
গুহচিত্র দেখাবে হাজার হাজার বছরের দৃশ্যমান সেই ছবিগুলো
অবতারের বাণীগুলো শোনাবে বেঁচে থাকার সেই পুরনো স্বপ্ন। 

নদী-পাহাড়- পর্বত ও সাগরের অবস্থান যদি সঠিক হয় প্রিয়তমা    
মহাকাশের নক্ষত্রগুলো যদি মিটমিট হাসেও জ্বলে অনবরত
তাহলে দ্যাখো পূর্ববত ঐশিবাক্যগুলো  ম্লান হবেনা কোনদিন
এই ভূ-গোলোকের কোন কিছুই-স্থানচ্যুত হবেনা এই মহাসংকটে।

তোমার আমার-যুগল সন্ধি যদি অটুট থাকে এই   বিপরিত স্রোতে
তাহলে দ্যাখো অদৃশ্য শক্তি আমাদের দেয়াল   ভাঙতে পারবে না    
আমরা গাঙচিলের মতো উড়বো  নদীর স্রোত কেটে কেটে আবার
আমরা সবই নবীন মেঘে সওয়ার হবো আড়ালে-আবডালে।

           
মোহাম্মদ ইলইয়াছ
কবি
ছবি স্বত্ত্বঃ আনিসুল কবীর



 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top