সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ছায়া : জয়িতা চট্টোপাধ্যায়


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ১৮:৩৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৭

ছবিঃ জয়িতা চট্টোপাধ্যায়

 

ছায়া
আমি রোদে পা বাড়ালেই তুমি নামের এক দারুণ ছায়া জড়িয়ে ধরে আমায়,
ঘুমিয়ে পড়লে জড়িয়ে ধরে হাত,
কখনো জড়িয়ে ধরে কোমড়
যেন এক অযুত জন্মের ছায়া
তোমার নামে গুছিয়ে রাখি রোজ একটা সাদা পাল
কআমি মাটি রচনা করেছি রোজ
আজ বীজ পুঁতে রাখছি,
অনেক রোদ হারিয়ে যাচ্ছে একা,
কতগুলি গোধূলি আঁকা হয়ে যাচ্ছে আমার বুকে
আর রাতের নিশ্চিন্ত ঘুম পাড়িয়ে দিচ্ছে তুমি নামের রাত্রি ছায়া, গলে পড়ছে কত রোদ দুরন্ত বাইপাসে
আমি বুক বাড়ালেই পাই ছায়া আমার চারপাশে।।

 

পুরনো মন্দির

দাঁড়িয়াছে পুরনো মন্দিরের
কেউ জানে না কবে চুরি হয়ে গেছে তার টেরাকোটা
ফাটলে ফাটলে গাছের শিকড়
আজ আর ওখানে কোনো মূর্তি নেই
আজ বেদীতে বসে আছে বাস্তুকার
গা ছমছমে এক অন্ধকার খেলা করে ওখানে
মন আর শরীর অবলীলায় দিয়ে দেয় রমনী
তার প্রাণপুরুষটিকে তার ই আধুনিক ভাঙা মন নিয়ে বসে থাকা,
প্রতিমাকে দেখি রোজ নদীর বিসর্জন ঘাটের পুরনো মন্দিরটাতে।।


জয়িতা চট্টোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top