সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


তোকেই ভালবাসি : ফওজিয়া হালিম অনু


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২১ ২০:২৩

আপডেট:
২৩ আগস্ট ২০২১ ২০:২৫

 

আচ্ছা তোকে তুই বলেলে.........
ওমন রেগে যেতিস ক্যানো?
তুই কী সবাইকে বলা যায়
বল!
জীবনের নানা স্থবিরতা
পাড় হয়ে,
হৃদয়ের কত গহীনে ঠাঁই
দিলে,
কতখানি একান্ত নিজস্ব
ভাবতে পারলে,
তবে তাকে তুই বলা যায়!
সবাইকে নয়, আমিতো শুধু
তোকেই..........
“তুই” বলতে পেরেছিলাম।
কেন জানি অধিকারের চৌকাঠ
ধৃষ্টতা ছাড়িয়ে গিয়েছিল.............
আর হ্যাঁ তোর কাছেতো
ধৃষ্টাতাই!!
যে ভাবে রেগে যেতিম,
আচ্ছা তুই কী রেগে গেলে
তোর চোখ রক্তবর্ণ হয়ে যেত!
বড় বড় গোল গোল চোখ
করে তাকাতিস!?
রাগে কী অজগরের মত
ফোঁস ফোঁস করতিস!!
ভাগ্যিস আমি অবশ্য
দেখিনি কখনো......
না দেখে বরং ভালোই হয়েছে,
ওমন রক্তাভ চোখে আমার
ভিষণ ভয়!
এই যেমন ছেলেবেলা ক্লাসে
শিক্ষক প্রবেশ করলেই.......
হাটু দুটো ঠক ঠক
করে কাঁপতো!
যেমন অপরিচিত কারোর
সামনে কিছু খেতে গেলেই
দলা পাকিয়ে শ্বাসনালীতে
আটকিয়ে যেত.....
আর দম ফেলতে পারতমনা
আজ হয়তো ওতোটা ভীতু
আমি নই।
তবু দেখবো কী করে বল?
এই যে দুরুত্বের কাঁটাতার,
ইট, কাঠ, পাথর, সুড়কি
ডিঙিয়ে কী ওতো কাছাকাছি
যাওয়া যায় বল!
যত কাছাকাছি গেলে যমজ
ওষ্ঠের ভাজেঁ,
অথবা প্রশস্ত বুকের অতলান্তে
নিজেকে নিমজ্জিত করা যায়!
কিংবা ডুব সাঁতার দেয়া যায়
হৃদয় নদীতে,
সমর্পিত হওয়া যায় সব
উজার করে......!
তখন হয়তো তুইও বলতে
বাধ্য হতিস,
ভালবাসি আমি
তোকেই ভালবাস !!

 

ফওজিয়া হালিম অনু
নাট্যকার ও নাট্যশিল্লী
বাংলাদেশ বেতার
কবি, গল্পকার



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top