তুমি ভালো থাকো : জীবন সাহা


প্রকাশিত:
৭ জুন ২০২০ ২১:০৩

আপডেট:
৭ জুন ২০২০ ২১:০৪

 

ভালো থাকো
তুমি ভালো থাকো
যদিও ভেঙে যাচ্ছে ভালো থাকার সাঁকো।

হয়তো আমি চলে যাব
তুমি থাকো, ভালো থাকো
যদিও ভেঙে যাচ্ছে ভালো থাকার সাঁকো।

যাবার আগে
একবার নাম ধরে ডাকো
ভেঙে যাচ্ছে সব
ভেঙেছে কি ভালবাসার সাঁকো?

ভালো থাকো,
তুমি ভালো থাকো।

 

জীবন সাহা
কবি ও শিক্ষক

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top