যেভাবে দেখছি জীবন : সঞ্জয় সরকার


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২১:৫০

আপডেট:
২ জুলাই ২০২০ ২৩:৪৬

 

আমার মধ্যে অন্য আর এক আমি
নয় তো সে ঠিক আমারই মতো
ভাঙে গড়ে আপন খেয়ালখুশী
আমি কিন্তু অনেক সংযত।

তাল মিলিয়ে কতটা চলা যায়
নিয়ত আর কেইবা অভয় দেবে
ভুলের পরও আবার ভুল যদি
নিজেকেই তা শুধরে নিতে হবে।

বাধা দিয়ে কিইবা আটকানো যায়
ইচ্ছেরা ফিরে আসে তো বারংবার
আমার নিভৃত স্বপ্নে, খরা চেতনায়
ছুয়ে যায় এ মনকে আমার।

যেমন দেখি তুমি ও কি ঠিক তাই
তোমার মাঝে অন্য তুমির আনাগোনা
কেন ধরা দাওনা সহজ করে, সত্যি                 

মানুষ আজও হয়নিতো ঠিক চেনা।

হঠাৎ করে হয় আঁধার নেমে আসে
কাছের মানুষ সঙ্গ যদি ছাড়ে
চেনা চারিপাশ তবুুও শুন্য যেন
জীবন বদলে যায় যেন চুপিসারে।

যদি চেনা মানুষের মৃত্যু ও হয় তবু
স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায়
সম্পর্কের মরন হলে আর, তাকে
জড়িয়ে রাখতে চাওয়াই তো অন্যায়।

চেনা মুখোশের রং ও পাল্টে যায়
পাল্টে যে যায় দিন বদলের সাথে
চেনা মানুষের চাল ও তো বদলায়
স্বভাব শুধু বদলায় না কোনমতে...

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top