শপথ নিলাম : মোঃ দেলোয়ার হোসেন
প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২৩:০৪
আপডেট:
১৭ জুন ২০২০ ২৩:০৫

মুজিব তোমার জন্ম-শত-বর্ষে
শপথ নিলাম মাতৃভূমি স্পর্শে,
রাখব স্বদেশ স্বর্গ যেমন সুখে
ঘুমাও তুমি ঘুমাও মায়ের বুকে।
লক্ষ প্রাণের রক্তে রাঙা মাটি
শপথ নিলাম রাখব চির-খাঁটি,
বজ্রপাতে আমরা থাকি জেগে
দেশ বাঁচাতে ছুটি ঝড়ের বেগে।
কেউ যদি দেয় দুঃশাসনের হানা
শপথ নিলাম তোমার শপথখানা,
দেখবে তোমার রৌদ্র-রুদ্র ছেলে
উঠবে জ্বলে রক্তে আগুন জ্বেলে।
শপথ নিলাম পিতা তোমার নামে
এই মাটিকে রাখবো সবুজ খামে,
দেখবে তুমি স্নিগ্ধ আকাশ জুড়ে
মুক্ত হাওয়ায় মায়ের আঁচল উড়ে।
দেশের বন্ধু, জাতির পিতা তুমি
তোমায় ভেবে দেশের মাটি চুমি,
ঘুমাও পিতা ঘুমাও ত্যাগের সুখে
চোখ জুড়ানো সবুজ মাটির বুকে।
বিষয়: মোঃ দেলোয়ার হোসেন
আপনার মূল্যবান মতামত দিন: