টানা দোটানায় : সঞ্জয় সরকার


প্রকাশিত:
২ জুলাই ২০২০ ২৩:৪১

আপডেট:
২ জুলাই ২০২০ ২৩:৪৫

ওদিকপানে একটু এগিয়ে চলো
দেখো ওরা কেমন করে বাঁচে
প্রতি মুহূর্তের এই যে হেরে যাওয়া
তবুও টিকে থাকার ইচ্ছে আছে...

প্রহর গুনে রাত গড়িয়ে ভোর
দিনগুলো বড় বিষন্নতায় মাখা
তবু টুকরো কয়েক স্বপ্ন বাঁচিয়ে নিয়ে
কোনোমতে আড়াল করে রাখা...

কেউ জানে না এরপর কি বাকী
সব ওলোট পালট বেসামাল ঐ ঝড়ে
পেটের ভাত কেড়েছে ভরা নদী
মাথার ছাওনি তাও গেছে উড়ে...

ওদিকপানে গিয়ে একবার দেখো
কেমন করে দিন আসে দিন যায়
পাওয়ার ভাড়ার শূণ্য পড়ে থাকে
না ভাত না মাথা গোঁজবার ঠাঁয়...

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top