বিপন্ন শৈশব : পরেশ নাথ কোনার
প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২১:৪৪
আপডেট:
১২ জুলাই ২০২০ ২১:৫৩

এখনো তোর নাম ধরে
অনায়াসে ডাকতে পারি,
একটু ও ভুলি নি বিকাল হলেই
খড়ের গাদায় সেই লুকোচুরি।
তুই তখন ফ্রক পরা, চবচবে তেল আর
লাল ফিতে দিয়ে বাঁধা বেণী।
আমি হাফ প্যান্ট পরা, দলের নেতা,
পার্টনার হিসেবে তোকেই নিই।
আমাদের ছিল নিষ্পাপ শৈশব,
অল্পেতে ছিলাম খুশী।
মন ছিল কাজলা দিঘির জল,
দেখা যেত সব টুকু,
শৈবাল ছিল না মোটে,
বাধা ছিল না মেশামেশি।
কানামাছি কিম্বা ফড়ি হয়ে
ঘোড়া ঘোড়া খেলা,
অনায়াসে চড়তাম পিঠে,
নাকি সুরে জুড়তিস কান্না
চিটিং করেছি বলে,
চড় থাপ্পড় দিতিস মেলা।
খড়েতে কাটা হাত পা,
জল লাগলে চিরচিরে জ্বলন,
তেল দিয়ে দিতেন মা,
সাথে পিঠে দিতেন দু চার ঘা।
একটি হ্যারিকেন আলো,
চারিদিকে বসে ছাত্র-ছাত্রী দল,
টুলে বসে কাকা, হাতে ছড়ি,
নিষেধ ছিল নীরবপাঠ,
সশব্দে অধ্যয়ন করি, যত না হতো পাঠ
হতো বেশী কোলাহল।
সে শৈশব হারিয়ে গেছে আজ,
বিকাল বলে কিছু নেই,
সময় কোথায় করবে খেলা,
পিঠেতে বইয়ের বোঝা
বৈভবে ডুবেছে ছেলেবেলা।
হাতে তে স্মার্ট ফোন,
সামনে নীহারিকা,
মনের ক্যানভাস আঁকা রঙিন স্বপন,
শৈশব নিয়েছে কেড়ে,
মাত্রারিক্ত চাহিদা মা বাবার,
কোন দিকে যায় বলুন তো
একটি মাত্র রতন।
পরেশ নাথ কোনার
পশ্চিম বঙ্গ, ভারতবর্ষ
বিষয়: পরেশ নাথ কোনার
আপনার মূল্যবান মতামত দিন: