পরিযায়ী পাখি : সাদ আব্দুল ওয়ালী
প্রকাশিত:
২ জানুয়ারী ২০২১ ২১:৫৫
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:৫৩
শিশির ভেজা ভোরের আজানের ধ্বনি
বিস্তৃত প্রান্তর ছুঁয়ে ভোরের শুভ্রতা
নিবিষ্ট মনে তাকাতেই দেখি
স্নিগ্ধতায় এক মুগ্ধতার আভাস
অদূরে উড়ছে স্বপ্নডানা মেলে পরিযায়ী পাখি!
অনেকটা ব্যাকুল হয়ে খুঁজি
শুভ্রতার পরাগমাখা ঠোঁটে চুম্বনের ঢেউ
অবুঝ মায়ায় হারিয়ে যায় বুঝি
স্তব্ধতা ভেদ করে আমিও পাগল হই।
তোমার ইচ্ছের নেকাব সরিয়
কিছু লুকোচুরি ও হাসির উচ্ছলতা
জড়িয়ে রাখে ক্রমশ আমায়
আমি তো বেমালুম ভুলে যাই
নিজেকে ভুলে দৃশ্যত অভিসিক্ত
আমার মাঝে খেলা করে এক দুর্বিনীত উচ্ছ্বাস!
বিষয়: সাদ আব্দুল ওয়ালী
আপনার মূল্যবান মতামত দিন: