আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি মুম্বাই-দিল্লি


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২০ ২২:৫৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

 

প্রভাত ফেরী: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনালে আজ মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই। এখন পর্যন্ত চারবার ট্রফি ঘরে নিয়েছে তারা। এবার তাদের লক্ষ্য পঞ্চম শিরোপা জয়ের। এদিকে প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। তবে চলতি আসরের তিনটি তো বটেই সবশেষ ৭ ম্যাচের পাঁচটিতেই মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লি। তাই পরিসংখ্যানের দিক দিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে রোহিত শর্মার দল।

অন্যদিকে কখনো ফাইনালে না খেলা দিল্লি চাইবে নতুন ইতিহাস গড়তে। টপ অর্ডারে তাদের চিন্তার কারণ পৃথ্বী শ'র অফ ফর্ম। তাই আসরে দুই সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ানেই ভরসা রাখতে চাইবেন অধিনায়ক শ্রেয়াস আইয়্যার। দিল্লির আছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান শিখর ধাওয়ান (৬০৩)। আছে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার কাগিসো রাবাদাও (২৯টি)।

তাই দিল্লির সামনে যেমন প্রথম শিরোপা জয়ের হাতছানি, তেমনি মুম্বাইয়ের সামনে আছে জোড় বছরে শিরোপা জেতার সুযোগ।

আজকের ফাইনালে যাদের দিকে চোখ থাকবে

শিখর ধাওয়ান: দিল্লি ক্যাপটালসকে ফাইনালে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে দলের ওপেনার শিখর ধাওয়ানের। ২টি শতকে তার সংগ্রহ ৬০৩ রান। ফাইনালে ভালো কিছু করে দেখালে তার হাতেও উঠতে পারে আইপিএল সেরার পুরস্কার।

জসপ্রিত বুমরাহ: দুর্দান্ত ফর্মে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রিত বুমরাহ। ১৪ ম্যাচে ২৭ উইকেট শিকার করেছেন তিনি।

কাগিসো রাবাদা: ২৯ উইকেট নিয়ে এবারের আইপিলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি দিল্লির দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ফাইনালে জ্বলে উঠলে তার হাতেও উঠতে পারে আইপিএল সেরার পুরস্কার।

মার্কাস স্টয়নিস: দিল্লির পক্ষে দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে ৩৫২ রান ও বল  হাতে ১২ উইকেট রয়েছে তার। ফাইনালে আবারো জ্বলে উঠলে তিনিই হতে পারেন এবারের আসরের সেরা খেলোয়াড়।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশাণ, হার্দিক পান্ডিয়া, কিয়েরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কোল্টার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট/জেমস প্যাটিনসন, জসপ্রিত বুমরাহ।

দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, মার্কাস স্টয়নিস, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শিমরন হেটমেয়ার , ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, প্রবীন দুবে/হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন ও আইনরিখ নর্কিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top