শেয়ারবাজারে বাড়ল বিনিয়োগকারীদের টাকা
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২০ ২৩:৩৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

প্রভাত ফেরী: মূল্য সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও গত সপ্তাহে বিনিয়োগকারীদের লগ্নিকৃত টাকার পরিমাণ চারশ কোটি টাকার ওপরে বেড়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে এ অর্থ বেড়েছে। মূলতঃ বড় মূলধনের কোম্পানির শেয়ার দাম বাড়ায় পতনের মধ্যেও এই অর্থের পরিমাণ বেড়েছে। এ কারণে শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় টানা দুই সপ্তাহে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ বেড়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৭৫ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ৯৮ হাজার ৪১ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৩৪ কোটি টাকা। এদিকে, গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৯৬ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ।
প্রধান মূল্য সূচকরে পাশাপাশি গত সপ্তাহে পতন হয়েছে ডিএসইর অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির বৃদ্ধি হয়েছিল ২১ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ১৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ৪৫ দশমিক ৫১ পয়েন্ট বা ২ দশমিক ৭১ শতাংশ। মূল্য সূচকের পতনের সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৮৮টির। আর ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৭৯ লাখ টাকা বা ৭ দশমিক ৯১ শতাংশ। আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ২২২ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ৩৩৩ কোটি ৯৯ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ গ্রুপ বা ভালো কোম্পানির অবদান ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। এছাড়া ‘বি’ গ্রুপের ১৫ দশমিক ১২ শতাংশ, ‘জেড’ গ্রুপের দশমিক ৮৫ শতাংশ এবং ‘এন’ গ্রুপের ৫ দশমিক ৬০ শতাংশ অবদান ছিল।
গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো, এশিয়া ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, অ্যাসোসিয়েটড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: