ভারতকে হোয়াইটওয়াশ করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩০৩ রান
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২০ ২৩:০৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

প্রভাত ফেরী: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট দিয়েছে ভারত। ক্যানবেরার মানুকা ওভালে হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৩০২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে সফরকাররীরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে শিখর ধাওয়ানকে (১৬) হারায় ভারত। এরপর শুভমান গিলকে নিয়ে দলের হাল ধরেন কোহলি। গিল ৩৩ রান করে আউট হলেও অর্ধশত তুলে নেন কোহলি। কোহলি যখন আউট হন তখন দলীয় সংগ্রহ ৫ উইকেটে ১৫২ রান। সেখান থেকে আর কোনো উইকেট পড়তে দেননি হার্দিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজা। ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন চ্যালেঞ্জিং স্কোরে।
হার্দিক পান্ডিয়া ৭৬ বলে ৯২ ও রবিন্দ্র জাদেজা ৫০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬৩ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশটন আগার ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন জস হ্যাজলউড, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। এ ম্যাচের মধ্য দিয়ে ভারতের থাঙ্গারাসু নটরাজন ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের অভিষেক হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ভারতের একাদশ : শিখর ধাওয়ান, শুভমান গিল, বিরাট কোহলি (অধিনায়ক), লুকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, নভদিপ সাইনি, জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়ার একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, ময়সেস হেনরিকেস, মার্নাস লাবুসানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), এশটন আগার, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: