মাশরাফিকে ফেল সাকিবের খুলনা, মাঠে নামছেন কাল
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২০ ২২:৪৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

প্রভাত ফেরী: চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তারকাবহুল দলের খ্যাতি পেয়েছে জেমকন খুলনা। এই দলেই আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসদের মতো তারকারা। এবার আরও এক মহাতারকা যোগ হলেন এই দলে। তিনি মাশরাফি বিন মুর্তজা। লটারিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেয়েছে জেমকন খুলনা। মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে আরও ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা।
এর আগে আজ ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছে মাশরাফিকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে তিনি দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়। আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসেন মাশরাফি। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে পরীক্ষায় পাস মার্ক পেয়েছেন।
এই টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার আগে মাশরাফিকে অবশ্যই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে। আজ রবিবার সকালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিন সপ্তাহের বেশি করোনাভাইরাসে ভুগে জুলাইয়ের মাঝামাঝি সেরে ওঠেন বাংলাদেশর সফলতম ওয়ানডে অধিনায়ক। আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতেও বাধা নেই মাশরাফির। সোমবার দুপুরে মাশরাফি অনুশীলন করেছেন ব্যক্তিগত উদ্যোগে। বেলা ১টার দিকে তিনি মাঠে আসেন। কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন বোলিং।
শুরুতে অল্প রান আপে বোলিং করলেও পরে গতি ও রানআপ বাড়িয়েছেন। বোলিংয়ের সময় ল্যান্ডিং ঠিক হচ্ছে না কিনা জানতে কাছে একটি চেয়ারে বসিয়ে দেন ক্যামেরা। যেন পরে ত্রুটি গুলো বিশ্লেষণ করতে পারেন। কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে আগামী মঙ্গলবারই ম্যাশকে মাঠে দেখা যেতে পারে। সেদিন তার দল খুলনার প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: