দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধাজনক অবস্থায় ভারত


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২০ ২২:১৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:৩৬

 

প্রভাত ফেরী: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। চার উইকেট হাতে রেখে মাত্র ২ রানের লিড নিয়েছে টিম পেইনের দল।

১৩১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা অজিরা ব্যাট হাতে এবারো ব্যর্থ। রানের দেখা পাচ্ছেন না টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথও। প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৮ রান। সর্বোচ্চ ৪০ রান করেছেন ওপেনার ম্যাথু ওয়েড। ক্যামেরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে রবিন্দ্র জাদেজা ২টি উইকেট নেন। এছাড়া বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও অশ্বিন একটি করে উইকেট লাভ করেছেন।

এদিকে, দ্বিতীয় দিন শেষে ভারতের আধিপত্য বিস্তারের দিনে রাহানে অপরাজিত ছিলেন ১০৪ রানে। তাকে ৪০ রানে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। দিনের শেষভাগে অবশ্য তাদের আধিপত্যকে কেড়ে নিয়েছে বৃষ্টি। ফলে আগেভাগে শেষ হয়েছে দিনের খেলা। কোহলির কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর সব বিভাগেই আলো ছড়িয়েছেন রাহানে। ওপেনিং ডেতে তার অধিনায়কত্ব ও ফিল্ডিং ছিল আলোচনায়। দ্বিতীয় দিনও ব্যাটিংয়ে উদাহরণ হয়ে থাকলেন। বুক চিতিয়ে লড়াই করেছেন পুরোটা সময়।

অবশ্য দিনের শুরুতেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। এই কন্ডিশনে শুভমান গিল ও চেতেশ্বর পূজারাকে ভালোই পরীক্ষায় ফেলতে পেরেছিলেন অজি পেসাররা। ২৮ রানেই বিদায় নিতে পারতেন অভিষেক টেস্ট খেলতে নামা গিল। কিন্তু জশ হ্যাজেলউডের বলে তার ক্যাচ ফেলে দিয়েছেন টিম পেইন। গিলের ব্যক্তিগত ৪৫ রানে অবশ্য ভুল হয়নি পেইনের। কামিন্সের বলে ঠিকই গ্লাভসবন্দি করেছেন তাকে। বিদায়ের আগে অবশ্য অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে টেস্ট অভিষেকে তৃতীয় সর্বোচ্চ স্কোরের নজির গড়ে ফেলেছেন গিল। তার বিদায়ের পর সাজঘরের পথ ধরেন পূজারাও। তাকেও গ্লাভসবন্দি করেছেন কামিন্স।

৬৪ রানে ৩ উইকেট পতন হলে ভারতীয় শিবিরকে স্বস্তিদায়ক পরিবেশে নেওয়ার চেষ্টা করতে থাকেন রাহানে। প্রথমে হনুমা বিহারিকে সঙ্গে নিয়ে শুরু তার যাত্রা। এই জুটিতে ৫২ রান গড়েন দুজন। বিহারি ২১ রানে লাওনের বলে বিদায় নিলে ঋষভ পান্তও সঙ্গ দিয়েছেন তাকে। এই জুটিটি ছিল ৫৭ রানের। পান্ত ২৯ রানে স্টার্কের বলে গ্লাভসবন্দি হলে ভাঙে এই জুটি। তার পরেও হাল ছেড়ে দেননি রাহানে। ততক্ষণে দেয়াল হয়ে দাঁড়িয়ে যান তিনি। শেষভাগে রবীন্দ্র জাদেজার সঙ্গেই গড়েছেন সর্বোচ্চ ৯৫ রানের অপরাজিত জুটি। এই জুটি গড়তে গড়তে টেস্টের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাহানে। অপরাজিত আছেন ১০৪ রানে। জাদেজা ব্যাট করছেন ৪০ রানে। অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। একটি নিয়েছেন নাথান লায়ন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top