বাংলাদেশে খেলতে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকারা
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ২৩:৪৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:৩৩

প্রভাত ফেরী: করোনার অজুহাত দিয়ে বাংলাদেশ সফরে আসা থেকে বিরত থেকেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কিয়েরন পোলার্ডের দেখাদেখি আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। ফলে বাংলাদেশ সফরে যারা আসছেন, তাদের নিয়ে গঠিত দলটা দ্বিতীয় সারিরই বলা চলে।
কিন্তু দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনে ‘দুর্বল’ প্রতিপক্ষকে দেখে বেশ দুঃখই পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। ক্যারিবীয়দের খর্ব শক্তির দল পাঠানোকে দুর্ভাগ্যজনক বলছেন তিনি। সাবেক এই অধিনায়ক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি যে, আমাদের পরিস্থিতি ভালো। সফলতার সঙ্গে আমরা তিনটি টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা যে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছি, সেটাও বেশ সফল। তার পরেও বাংলাদেশের বর্তমান অবস্থা মোটেও খেলতে না আসার মতো নয়। ব্যক্তিগতভাবে আমি এটাই বিশ্বাস করি।’
তাই এমন দল পাঠানোকে দুঃখজনক জানিয়ে হাবিবুল বলেছেন, ওরা তো কোভিডের কারণই দেখাচ্ছে, সে ক্ষেত্রে আমি বলবো বিষয়টা দুঃখজনক। কারণ আমরা ভালো অবস্থায় আছি। এর পরও এমন দল পাঠানো দুর্ভাগ্যজনক। তবে তারা কেমন দল পাঠাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না।
ক্যারিবীয়রা সম্প্রতি কিছু বিদেশ সফর করেছে। তাই অন্যান্য দেশে গিয়ে খেলতে পারলে বাংলাদেশে আসতে সমস্যা কোথায়? উল্টো এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাশার, 'ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবখানেই খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকটি সফর করলো। তারা নিউজিল্যান্ড সফর করে এলো। এর আগে ইংল্যান্ডে গিয়েছিল। তখন তো ইংল্যান্ডে খুবই বাজে অবস্থা ছিল। ইংল্যান্ড যে প্রটোকল অনুসরণ করেছে, আমরাও সেটা করেছি। তাহলে আমাদের এখানে না আসার কারণ তো থাকার কথা না।’
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে সফরে আসবে ক্যারিবিয়ানরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। এর পর তারা ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে।২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে দুই দল। একদিন বিরতি দিয়ে তারা ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।
২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে হবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: